নীলফামারী প্রতিনিধি : দু’দিন ধরে নীলফামারী জেলায় মৃদু শৈত্য প্রবাহ বিরাজ করছে। সেই সাথে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন।

বিশেষ করে তিস্তা নদী ঘেঁষা চরাঞ্চলের মানুষজন এই ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় দুপুর পর্যন্ত যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

খেটে খাওয়া নিম্নআয়ের মানুষজন কনকনে ঠান্ডার কারণে কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন।

সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দিনমজুর বাচ্চু মামুদ জানান ঠান্ডার কারণে হাত-পা মুড়িয়ে যাচ্ছে ,তাই দু’দিন কাজে বের হতে পারি নাই।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। তিনি জানান এ জেলায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান ঘন কুয়াশার কারণে দুষ্টিসীমা কম থাকায় প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।