মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : নারী সেজে সাউথ-ইষ্ট ইউনিভার্সিটির ছাত্র আসাদুজ্জামান আসাদকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ৪ ছাত্রকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার ৫ জুন সন্ধ্যায় নগরীর সরদারপাড়া থেকে ৩ জনকে এবং বিকেলে একই এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র মানিক রহমান ও দুলাল চন্দ্র,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের জগতপতি রায় ও শাহআলম সাদেক কে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৬/৭ জনের এই চক্রটি। মামলার বাদী ও সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীলফামারী জেলার ডিমলার খগাখড়ি বাড়ির আসাদুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে সিনথিয়া নামে একটি আইডির মাধ্যমে একজনের সঙ্গে এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অনেক দিন থেকে তাদের মধ্যে কথাবার্তাও চলছি, এক পর্যায়ে প্রেমের মধুর সম্পর্ক গড়ে উঠে। এর সূত্র ধরে শনিবার দুপুরে বাড়ি থেকে তিনি রংপুরে আসেন।
এরপর রংপুরে এসে মোবাইল ফোনে কথা বললে তাকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় যেতে বলেন। সেখানে যাওয়া মাত্রই ৭/৮ জনের ওই চক্রটি বিশ্ববিদ্যালয়ের পিছনে পরিত্যক্ত ঘেরা একটি নির্জন স্থানে নিয়ে তাকে আটকে রেখে মারপিট করে এবং মোটা অংকের টাকা দাবি করে।
পরে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে ২৩ হাজার টাকা দিলে বিকেলে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ঘটনাটি তিনি পুলিশকে জানান।
ভার্সিটির এক ছাত্র নাম না জানানোর শর্তে বলেন, অনেকদিন ধরে ফেসবুকে সিনথিয়া নামে একটি ফেক আইডি ব্যবহার করে প্রেমের ফাঁদ পেতে যুবকদের ধরে ধরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করছে তারা। আমরা ভয়ে কিছু বলতে পারতাম না, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে ৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছি। মানিক রহমান মেয়েদের কণ্ঠ নকল করে আসাদুজ্জামানের সঙ্গে কথা বলতো। এর সত্যতা পাওয়ার পরপরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।