নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের গডফাদার জাকির খানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রায় দুই দশক পলাতক থাকার পর দেশে ফিরে শনিবার র্যাবের হাতে গ্রেফতার হয়েছে এক সময়ের জেলার আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী জাকির খান।
দুপুরে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
তিনি জানান, এক সময়কার নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নানা কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত নাম জাকির খান। তার নামে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে শনিবার ভোরে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ১৯৯৪ সালে জাকির খানের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে আট বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। তিনি দীর্ঘ দিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার ভাটারা থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
জাকির খান এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।