নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : কৃষি জমিতে দ্রুত ধানের চারা রোপনে নান্দাইলে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টার পদ্ধতিতে ধান চাষের উদ্ধোধন করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামে রাইস ট্রান্সপ্লান্টার পদ্ধতিতে ধানের চারা রোপনের উদ্ধোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

নান্দাইল উপজেলা কৃষি অধিদপ্তর কর্তিক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তার মোহাম্মদ কৃষিবিদ আনিসুজ্জামান সহ প্রমুখ।

পরে বোরো জমিতে মেশিনের সাহায্য ধান রোপন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ইউএনও মোহাম্মদ আবুল মনসুর, কৃষি কর্মকর্তার মোহাম্মদ আনিসুজ্জামান।