মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী (শাহজাহান চৌধু্রী) (৭৮) মারা গেছে। শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ৷ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন।
তার মৃত্যুর বিষয়টি খোলাবার্তা২৪ ডটকমকে নিশ্চিত করেছেন সাবেক সংসদের পুত্র বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ইয়াসের খান চৌধুরী।
মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট কমিটির সদস্য ছিলেন ৷ তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাহাদুরপুর হাউজের জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী ওরফে চাঁন মিয়ার বড় ছেলে। নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরী বড় ভাই।
মৃত্যুকালে মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী এক ছেলে,এক মেয়ে, এক নাতি দুই নাতনী,জামাতা, পুত্রবধু সহ অসংখ্য আত্নীয়-স্বজন গুণাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা শনিবার (২১ জানুয়ারি), সকাল ৯টায় গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে ,বিকাল ৩ টায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ ও ৪টায় মোয়াজ্জেমপুর সাহেব বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সাবেক সংসদ আনওয়ারুল হোসেন খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।