ছবি: টুইটার ভিডিও থেকে নেয়া

খোলাবার্তা২৪ ডেস্ক : ভারতের গুজরাটে এক গরবার অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

গুজরাটের আনন্দ জেলার তারাপুর এলাকার শিব শক্তি সোসাইটিতে রোববার রাতে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম বীরেন্দ্র সিংহ রমেশ ভাই রাজপুত (২১)। স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে তিনি। গরবার অনুষ্ঠানে তিনি বন্ধুদের সঙ্গে নাচছিলেন। সেই নাচের ভিডিও করা হচ্ছিল পাশ থেকে। ভিডিওতে ধরা পড়েছে, আচমকা জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন যুবক।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর এমন আকস্মিকতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। ভিডিওটি এক মিনিট ২২ সেকেন্ডের। তাতে শুরু থেকেই দেখা গিয়েছিল, এক দল যুবক হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন। সেই দলে কয়েক জন কিশোরও ছিল। পরে নাচতে নাচতে আসরে ঢোকেন মেয়েরাও। হঠাৎ দেখা যায়, এক যুবক নাচতে নাচতে সামনের দিকে ঝুঁকে পড়ছেন। কিছুটা এগিয়ে এসে মুখ থুবড়ে পড়ে যান তিনি। ভিডিওটি তখনই বন্ধ করে দেওয়া হয়।

পরে ওই যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু, পথেই মৃত্যু হয় যুবকের। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। – আনন্দবাজার অনলাইন

দেখুন সেই নাচের ভিডিও