কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌর এলকার বাবা-ছেলেকে বরিশালে দেশীয় অস্ত্র, গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে বরিশাল নগরীর মীরাবাড়ির পুলসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের মৃত চেরাগ আলী সরদারের ছেলে শাহজাহান সরদার ও তার ছেলে ইমরান সরদার। তারা বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ির পুল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মীরাবাড়ির পুল সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ৬টি ধারালো ছোরা, রামদা এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়।
এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৫৫ গ্রাম গাঁজা ও একটি ওজন মাপা যন্ত্র ও কিছু টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি নুরুল ইসলাম দাবী করেন। আটককৃতদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি মডেল থানার পুলিশ বাদী মামলা করেছে।
এদিকে নলছিটি পৌরসভার সুর্যপাশা গ্রামের কয়েকজন জানায়, ওই বাপ-ছেলে এলাকায় এক সময় অপরাধ কর্মকান্ড করে এলাকা ছাড়া হয় বলে জানান।