ইসাহাক আলী সবুজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে পশু পালনে উদ্বুদ্ধ করতে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে এ প্রদর্শণীর উদ্বোধন করা হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বক্তব্য রাখেন।

এ ছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, ভেটেনারী সার্জন ডাঃ শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ শারমীন আজম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন ও উপজেলার ডেইরি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফিরোজ কবির প্রিন্স প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

প্রদর্শনীতে বিভিন্ন স্টলে উন্নত প্রজাতির গরু, ছাগল, পশু-পাখি, হাঁস মুরগী, প্রদর্শন করা হয়।