রোকন রাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে দরজার ছাদ ধসে রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া বেগম (৬৫) উপজেলার মাহমুদপুরের ইউনিয়নের পুটিহারা গ্রামের মৃত বাচ্ছা মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানা ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, ছাদ ধসার পূর্বে বাড়ির সামনে নারিকেল গাছের আগাছা পরিষ্কার করা দেখছিলেন মৃত রেজিয়া বেগম। সে সময় হঠাৎ নাড়িকেল গাছের আগাছা দরজার ছাদের উপরে পড়লে ছাদটি রেজিয়া বেগমের মাথার উপর ধসে পরে। এতে রেজিয়া বেগমের মাথার মগজ ও পেটের নাড়ি-ভূড়ি সব বের হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার। থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেজিনা বেগমের এই মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।