ইসাহাক আলী সবুজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ সোম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
সভায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ চলমান স্বাস্থ্যবিধি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়।