রোকন রাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষু-নৃগোষ্ঠি সম্প্রদায়ের অতিদরিদ্র অসহায়দের মাঝে কোভিড-১৯ সংকট থেকে উত্তরণের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেঃ) বেলা ১২টায় নবাবগঞ্জ হাইস্কুল মাঠে বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় ৮০টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী অসহায়দের হাতে এ অনুদান তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, গ্রাম বিকাশ কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার আঃ সালাম, রিজিওনাল ম্যানেজার গোলাম মোস্তফা, এরিয়া ম্যানেজার দৌলতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রাম বিকাশ কেন্দ্রের টেকনিক্যাল অফিসার জিমি হাসদা জানান -নবাবগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের দলিত এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠি সুবিধাভোগীরা ৩টি ধাপে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা পাবে। এ ছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৩৪৮টি অতিদারিদ্র পরিবারের হাতে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।