রোকন রাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারিভাবে চলতি অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে । সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার দাউদপুর এলএসডি খাদ্য গোডাউনে ফিতা কেটে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ।
এ সময় অতিথিরা চাল প্রদানকারী মের্সাস তামিজ হাসকিং মিল এর মালিক মনিরুজামানের হাতে ক্রয় করা চালের চেক তুলেদেন । এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হালিমুর রহমান, দাউদপুর এলএসডি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হালিমুর রহমান জানান, চলতি মৌসুমে ২৭টি মিলারের নিকট থেকে ৩৭ টাকা কেজি দরে ৫০৩ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।