নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আসন্ন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন জমে উঠেছে। তফসিল ঘোষণার পর থেকেই সরগরম তৃণমূলের রাজনীতি। পৌর নির্বাচনে ভোট যুদ্ধে লড়তে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ মেয়র প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
রোববার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন বর্তমান মেয়র ও কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য সুশান্ত কুমার শান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ।
এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে গণসংযোগের পাশাপাশি শোডাউন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারনা চালাচ্ছে তারা