নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দেবর কর্তৃক বিধবা ভাবিকে তার স্বামীর বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে।

নন্দীগ্রাম পৌর শহরের ঢাকুইর গ্রামের মৃত জুলফিকার আলীর স্ত্রী খাদিজা (৬০) তার স্বামীর মৃত্যুর পর থেকে স্বামীর স্মৃতি আকরে ধরে বসবাস করছে। হটাৎ করে তার দেবর মোখলেছার রহমান একটি দলিল সৃষ্টি করে খাদিজাকে বাড়ি থেকে বের করে ঘর ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করার জন্য জোর তৎপরতা চালায় বলে তিনি অভিযোগ করেছেন।

শনিবার সকালে ঘর ভাঙ্গার জন্য যায় বলে খাদিজা অভিযোগ করেন। ঘর ভাঙ্গলে বিধবা খাদিজার থাকার কোন জায়গা নাই বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আল্লাহর দুনিয়াতে সকলের জায়গা হলেও আমার কোন জায়গা হচ্ছে না। এ ব্যাপারে অত্র গ্রামের গোলাম, বেলাল, হবিবর জানান, বিধবা খাদিজার জায়গা আছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদের কোন কারণ নাই। বিধবার পুত্র বাবু জানান, আমি মাকে জায়গা ছেড়ে দিয়ে এসেছি মা ঐ বাড়িতে থাকবে।

এ বিষয়ে দেবর মোখলেছার রহমান জানান, আমি ঐ বাড়িতে ৭ শতক জায়গা কিনেছি, আমাকে তো জায়গা দিতে হবে। তবে ঘড় ভেঙ্গে দিয়ে জায়গা নিব না।

খাদিজা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ওসি আনোয়ার হোসেন অভিযোগটি এএসআই আবুল কালাম আজাদকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দেন। এ বিষয়ে আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, উভয় পক্ষকে থানায় ডেকে কাগজপত্র দেখে মোখলেছারকে ঘরটি না ভাঙ্গার জন্য বলা হয়েছে।