নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বাজেটকে সমর্থন করে কৃষক লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলা ছাত্রলীগ এক আনন্দ মিছিল বের করে।
জানা গেছে, ৭ জুন সোমবার বেলা ১টায় নন্দীগ্রাম উপজেলা দলীয় কার্যালয়ে কৃষক লীগের উদ্যোগে সরকার কর্তৃক ঘোষিত ২০২১-২০২২ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি মো: শফিকুল ইসলাম (শফিক)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শ্রী স্বপন চন্দ্র মহন্ত, সামিম শেখ, শরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আবু সাইদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান (সবুজ) ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইদ রায়হান (মানিক) প্রমুখ।
অন্যদিকে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগ। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় তারা।
সোমবার বিকেলে এক আনন্দ মিছিল বাসস্ট্যান্ড ও মহাসড়ক হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ।
সাধারণ সম্পাদক শুভ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, আবু তৌহিদ রাজিব, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আহসান হাবিব সজিব, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, ছাত্রলীগ নেতা আল জাহিদ, রাকিব হাসান, আশরাফুল ইসলাম পায়েল, আবু কাদের প্রিয়, রিপন আহমেদ, মিশকাত হোসেন, আশিক আহমেদ, সৌরভ হোসেন প্রমূখ।