নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়েছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আনিছুর রহমান দলীয় প্রতীক নৌকা পেয়েছেন।
বিএনপি থেকে দলীয় ভাবে ধানের শীষ প্রতিক পেয়েছেন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সুশান্ত কুমার শান্ত।
জাতীয় পাটি থেকে মনোনয়ন পেয়েছেন নন্দীগ্রাম পৌর জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মাষ্টার আব্দুল আজিজ দলীয় পতিক লাঙ্গল পেয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) গনভবনে আওয়ামী লীগের জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে আনিছুরের মনোনয়ন চুড়ান্ত করা হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদে চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত পৌর আওয়ামী লীগের সভাাপতি আনিছুর রহমান বলেন, কেন্দীয়ভাবে চুড়ান্ত প্রার্থীদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে। আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি তাই দল আমাকে মূল্যায়ন করেছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল দলীয় নেতাকর্মীর প্রতি কৃতঙ্গ।
জানতে চাইলে বিএনপির মেয়র প্রার্থী সুশান্ত কুমার শান্ত বলেন, মেয়র পদে দলীয় ভাবে মনোনয়ন আমি পেয়েছি। যদি নির্বাচন অবাদ, সুষ্ঠু, হয় নিরপেক্ষ হয় এবং ভোটার যদি ভোট দিতে পারে তাহলে আমি বিজয়ী আশা করছি।
অপরদিকে জানতে চাইলে পৌর জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মেয়র প্রার্থী মাষ্টার আব্দুল আজিজ বলেন, আমি দলীয় মনোনয়ন পেয়েছি উপজেলা জাতীয় প্রাটির সকল নেতাকর্মী আমার সঙ্গে আছে আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচন যদি সুষ্ঠু ভাবে ভোট হয় জনগন যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আশা করছি আমি বিজয়ী হব।