নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর মোটরসাইকেল র‌্যালিতে অংশ নেওয়ায় সমর্থকের ৫টি খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খয়বর আলীসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ করেন চাপিলাপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আজিবর রহমান। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজিবর ও তাঁর ভাইয়ের খড়ের পালায় অগ্নি-সংযোগের ঘটনা ঘটে। অভিযোগে আজিবর উল্লেখ করেন, ২নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী জোবায়েদ আহমেদের মোটরসাইকেল র‌্যালিতে আজিবর ও তাঁর ভাই লুৎফর অংশ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান ইউপি সদস্য খয়বর আলী মোবাইল ফোনে আজিবরকে গালিগালাজ সহ বিভিন্ন হুমকি দেয়। খয়বর আলীর নির্দেশে দুইজন ব্যক্তি খড়ের পালায় আগুন দিয়ে প্রায় দেড়লাখ টাকা ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন আজিবর রহমান।

অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইউপি সদস্য খয়বর আলী মুঠোফোনে বলেন, রোববার সকালে আমার ছোটভাই আশরাফুল বগুড়া যাওয়ার পথিমধ্যে রিধইল এলাকার রাস্তায় পৌঁছিলে একদল সন্ত্রাসী হামলা করে বেধরক মারপিট করেছে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারীরা বাঁচার জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। আমার মানসম্মান খুন্ন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার বলেন, ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে খড়ের পালায় অগ্নিসংযোগের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।