Exif_JPEG_420

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

গতকাল রোববার বিকেলে পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যৌথ প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, মিজানুর রহমান মাসুম, কালিপদ, আনিছুর রহমান আলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ, আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, সোয়ান প্রমূখ।

অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের নেতত্বে দুপুর ১২টায় একটি বিক্ষোভ মিছিল বের করে।