বগুড়া অফিস : বগুড়ার ধুনট উপজেলায় গত ১ জানুয়ারী থেকে নতুন বই বিতরণ শুরু হলেও মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সব বই এখনও পৌঁছেনি। এর মধ্যে মাধ্যমিকে এখন পর্যন্ত ৩০ শতাংশ বই আসেনি। ফলে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ের পায়নি। তবে প্রাথমিক পর্যায়ে ৮৯ শতাংশ বই বিতরণ করা হচ্ছে।

ধুনট উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান বলেন এ উপজেলায় মোট ২৫৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০২টি, কিন্ডার গার্টেন ৩৯টি এবং বিভিন্ন এনজিও শিক্ষা প্রতিষ্ঠান ১৫টি। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২ হাজার ৫শত ১৫ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম জানান, এ উপজেলায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদরাসা সংখ্যা ৬৯ টি, জেনারেল কলেজ ৯টি এবং টেকনিক্যাল কলেজের সংখ্যা ৭টি। এতে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২শত ৭৫ জন। এ সব বিদ্যালয়ের বই এর চাহিদা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার ৪০টি। ৬০ থেকে ৭০ শতাংশ বই এসেছে। অবশিষ্ট ৩০ শতাংশ বই এখন আসেনি।

ধুনট উপজেলা সদরের জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম জানান, সব বই এখনও পাইনি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই প্রতিদিন চাচ্ছে। কিন্তু আমরা দিতে পারছি না। সপ্তম শ্রেণির এবং নবম শ্রেণির আংশিক বই না পাওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি। এতে শ্রেণি কক্ষে পাঠদানে বিঘ্ন ঘটছে।