থ্রি হুইলার ইজিবাইকের চাবি হাতে তুলে দেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
নবীন চৌধুরী : ঢাকার ধামরাইয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট প্রাণি সম্পদ অংগের আওতায় সিআইজিদের মাঝে এআইএফ-২ উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে ছিল থ্রি হুইলার ইজিবাইক,ঘাস কাটার মেশিন, দুধ রাখার কন্টেইনার।
গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে উপকরণ ও প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এনএটিপি- এর সহকারী পরিচালক ডাঃ আব্দুল কাদের,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস- চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খামারিদের প্রদর্শণী অনুষ্ঠানের পর পৌরসভার ইসলামপুর মহল্লায় রাস্তার উদ্বোধন করেন। এর পর থানা রোড সংলগ্ন ধামরাই নতুন দক্ষিণপাড়ায় নবনির্মিত একটি নতুন রাস্তা।
সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের নবনির্মিত গেট, গাংগুটিয়া বাজার সংলগ্ন গাজীখালী নদীর উপর ধামরাই-সাটুরিয়া মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন “গ্রাম হবে শহর” এই পরিকল্পনায় বৈন্যা গ্রামের এইচবিবি রাস্তার ফুটপাত এবং স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন করেন।