পঞ্চগড় সংবাদদাতা : রেলপথ মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, যারা ধর্মকে ব্যাবহার করে আমাদের সমাজকে বিগ্রে দিতে চায়, আমাদের দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে।
তিনি গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে ঢাকা- বাংলাবান্ধা (এন ৫) জাতীয় মহাসড়কে সড়ক বিভাগধীন অংশে হার্ট শোল্ডার নির্মাণ কাজ ও ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, শিক্ষার মান এর গুণগত মান আরো বৃদ্ধি পাক, এবং আমরা সবাই ভালো থাকি সুস্থ্য থাকি নিরাপদে থাকি। বর্তমানে যে করোনা ভাইরাস এ শীতের সময় একটু বেড়ে যাচ্ছে। সরকার বার বার আহব্বান জানাচ্ছে যাতে আমরা সামাজিক দূরত্ব এবং সেনেটাজেশন এবং মাস্ক ব্যবহার করে নিজেরা সুস্থ্য থাকি অন্যকেও সুস্থ্য থাকার জন্য সহযোগীতা করি।
এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নিকাহী পরিচালক মো: ফিরোজ আকতার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেযারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা।