ভান্ডারিয়া প্রতিনিধি : লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। বিদ্যুৎ ও জ্বালানীর দাম দফায় দফায় বৃদ্ধির কারণে জীবন-যাত্রার ব্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ডা. ইরান সোমবার ২৩ জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া ও পাশের উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ১৪ বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধংস করেছে। দেশের শীতার্ত মানুষের চরম দুর্দিন চলছে। মধ্যবিত্ত শ্রেণির আর্তনাদ কেউ শুনছে না। ধনী ও গরীবের ব্যবধান জ্যামিতিক হারে বেড়েই চলছে। সমাজের বিত্তবানদের উচিত গ্রামের অসহায় মানুষের পাশে দাড়ানো।
ডা. ইরান বলেন, শেখ মুজিব আওয়ামী লীগকে চাটার দল আর মওলানা ভাসানী আ.লীগকে লুটপাট সমিতি নাম দিয়েছে। ১৯৭৪ সালে আওয়ামী লীগ জনগণের কম্বল লুট করেছে, এখনও জনগণের সম্পদ লুট করছে। ৭ কোটি মানুষের জন্য সাড়ে ৭ কোটি কম্বল বরাদ্দ হলেও শেখ মুজিব নিজেই কম্বল পায়নি। তাই আওয়ামী লীগ মানে লুটেরা কম্বল চোরের দল। তারা জনগণের নামে রাষ্ট্রীয় সম্পদ বরাদ্দ করে নিজেরা লুটেপুটে খায়।
তিনি সোমবার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া, মেদিরাবাদ, তারাবুনিয়া, শিয়ালকাঠি ও কাউখালী উপজেলার জোলাগাতি, পাঙ্গাসিয়া, গুচ্ছগ্রাম, বেকুটিয়া, ও জিয়ানগর উপজেলার চন্ডিপুর বালিপাড়া এলাকায় এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- লেবার পার্টির পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, অর্থ-সম্পাদক রাসেল সিকদার লিটন, কেন্দ্রীয় সদস্য রুমান সিকদার, ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব সুলতান আহমেদ, যুগ্ম-আহবায়ক বিউটি আক্তার, সংগঠন সচিব জাহাংগীর হোসেন, কাউখালী উপজেলা সদস্য সচিব সাকিল মাহমুদ, যুগ্ম-আহবায়ক মানিক হাওলাদার, জিয়ানগর উপজেলা যুগ্ম-আহবায়ক মোঃ আল আমিন, আবদুর রহীম প্রমূখ।