মিরসরাইয়ের পশ্চিমে প্রত্যন্ত অঞ্চল মলিয়াইশে বিধাব আফিয়ার ছাপড়া ঘর। ছবি: খোলাবার্তা২৪
এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) : নামে কুঁড়েঘর। কিন্তু এটি আসলে একটি ছাপড়া ঘর। যে কোন সময় উড়ে যেতে পারে ঝড়ো হাওয়ায়। বৃষ্টির পানিতে থইথই অবস্থা। উপযুক্ত তিন কন্যান্তানকে নিয়ে এই ছাপড়ার ভেতরে অনেক কষ্টে দিন কাটে অসহায় নারী বিধবা আফিয়া বেগমের।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল পশ্চিম মলিয়াইশ বন্দে আলী হাজী বাড়িতে আফিয়ার বসবাস। স্বামী মুজিবুল হক কিছুদিন পূর্বে না ফেরার দেশে চলে যান। অভাবের সংসার। অসহায় ও অগোছালো পরিবার। নুন আনতে পানতা ফুরায় অবস্থা। শীতল পাটি, হাত পাখার মত ছোট খাট হস্তশিল্প বিক্রি করে কোনমতে খেয়ে না খেয়ে দিন কাটে তাদের।
কিন্তু রাত্রি যাপনের জন্য একটা ঘর নেই। প্রাপ্তবয়স্ক তিন মেয়েকে নিয়ে চরম উৎকণ্ঠায় ছোট্ট একটি কুঁড়েঘরে থাকেন। ভিটে থাকা সত্তে¡ও থাকার ঘরের অমানবিক কষ্ট। এই অসহায় পরিবারটির জন্য একটি থাকার মত ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী রিদোয়ান শাহরিয়া।
বিধাব আফিফা বেগম বলেন, তিন মেয়ে নিয়ে অনেক খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন পার করছি। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি তাদের বাবা মারা যাওয়ার পর অবস্থা খুবই শোচনীয়। তার উপর থাকার কষ্ট। যে ঘরটি রয়েছে সেটি থাকার উপযোগী নয়। বৃষ্টিতে এই ঘরে থাকা যায় না। তিন মেয়েকে নিয়ে এই ঘরে বসবাস করা কঠিন।
স্বেচ্ছাসেবী রিদোয়ান শাহরিয়া বলেন, বিধবা আফিফা তিন কন্যা সন্তান নিয়ে অনেক কষ্টে রয়েছেন। তাই আমি তাদের একটি থাকার ঘর করে দেয়ার উদ্যোগে নিয়েছি। কিন্তু আমার একার পক্ষে এ ধরনের কাজ সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের একটি ঘর করে দেয়া সম্ভব হবে।
যে কোন প্রয়োজনে – ০১৯৮৯১১৭০৫৪
অনুদান পাঠানোর উপায় –
বিকাশ (পারসোনাল) ০১৮২০০২৮২২৮
REDWAN SHARIA
20502880200513501
Islami Bank Bangladesh Ltd.
Dewanhat Branch, Chattogram.