লুৎফর রহমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে ক্ষ্যাপা শিয়ালের কামড়ে শিশুসহ ৪ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন।

এদের মধ্যে মো. বায়জিদ (৭) ও মরিয়ম (৫) সহোদরকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর এলাকার কাউরাইল মহল্লার পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ জানান, একটি ক্ষ্যাপা শিয়াল হঠাৎ করে গ্রামের পূর্ব পাড়া মহল্লায় ঢুকে রাস্তায় চলাচল করা ও বাড়িতে দাঁড়িয়ে থাকা এক এক করে ৪ ব্যাক্তিকে কামড়ে দেয়। এতে ওই মহল্লায় আব্দুল মতিনের ছেলে মো. বায়জিদ (৭) ও মেয়ে মরিয়ম (৫) কাজেম উদ্দিনের ছেলে মো, পাঞ্জু (৫৫), এবং মকবুল হোসেনর ছেলে মো. জাকির হোসেন (৩৫), গুরুতর আহত হন।

পরে আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. রাশিদুল আলম খান সজিব জরুরী চিকিৎসা প্রদান করেন।

এদের মধ্যে মো. বায়জিদ (৭) ও মরিয়ম (৫) সহোদরে অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেক ফজিলাতুননেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ দিকে ঘটনার পর পরই গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই শিয়ালকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।

এ প্রসঙ্গে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, খাবার সংকটে হয়ত ক্ষ্যাপা শিয়াল লোকালয়ে ঢুকে লোকজনকে কামড়ে দিচ্ছে।