খোলাবার্তা২৪ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বরিশাল টিম ম্যানেজমেন্টের।

গতকাল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ও রাতেই রিপোর্ট জানতে পারেন তামিম।

বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং শেষে আর মাঠে নামেননি তামিম। ঐ ম্যাচে ৩ উইকেটে ১৯৩ রান করেছিলো বরিশাল। তামিম ফিল্ডিং করতে না নামায় বরিশালকে নেতৃত্ব দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। পরে ২ রানে ম্যাচ জিতে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বরিশাল।

ব্যাটিং শেষে ফিরে যাবার পর শারীরিকভাবে দুর্বল অনুভব লাগার কথা ফেসবুকে পোস্ট করে বলেছিলেন তামিম।

তিনি লিখেন, ‘শুক্রবার থেকেই আমি ভালো অনুভব করছিলাম না। ড্রেসিংরুমে ফিরে আসার পর আরও খারাপ অনুভব করছিলাম। আমি অনেক দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম, তখনই আমাকে হোটেলে ফিরে যাবার পরামর্শ দেয়। আমি আউট হবার, কিছুক্ষনের মধ্যে স্টেডিয়াম ত্যাগ করি। আগামীকালই সকল পরীক্ষা করবো। সকলে দোয়া চাইছি। যদি আমি ভালো অনুভব করি, তবে এলিমিনেটর ম্যাচ খেলবো।’

করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায়, আজ এলিমিনেটর ম্যাচের ঢাকার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন তামিম।