টাঙ্গাইল সংবাদদাতা : ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রোববার সকালে যানবাহনের চাপ কিছুটা বেড়েছিল। তবে দুপুরের পর কোথাও যানজট হয়নি। মহাসড়কে স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন।
রোববার দুপুরে পর ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘুরে মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখা যায়। তবে যানবাহন চলাচলের গতি ছিল স্বাভাবিক। শহর বাইপাসের আশেকপুর, ঘারিন্দা, পৌলী সেতু, কালিহাতী এলেঙ্গা, বঙ্গবন্ধু সেতুর গোলচত্বরসহ বিভিন্ন স্থানে পুলিশ টহল দেখা যায়। কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি, এলেঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় টোল আদায়ের জন্য লেনের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বাভাবিক অবস্থায় ৩-৪ লেনে টোল আদায় করা হতো।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, ঈদকে সামনে রেখে টোল আদায়ের লেনের সংখ্যা বাড়ানো হয়েছে। সেতুর পূর্ব ও পশ্চিমে ৯টি করে মোট ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক আতোয়ার রহমান বলেন, ঈদের কারণে সকালে যানবাহনের চাপ একটু বেশি ছিল। দুপুরের পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।