নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে জেলা সদরের পলাশবাড়ি এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে তাকে আদালতে তোলা হলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, শুক্রবার থানায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। মামলার পর থেকেই আসামীকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এরইমধ্যে শনিবার রাতে পলাশবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মারুফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।

তিনি জানান, মামলায় বৃহস্পতিবার দুপুরে ডোমার শহরের কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।