সফিয়ার রহমান রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বক্তব্য রাখেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমূখ।
টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নেন।
উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা ২-০ গোলে সোনারায় ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয় লাভ করে।