সফিয়ার রহমান রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দিনব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৫ জুন সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্তরে দিনব্যাপি প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি তদন্ত বিশ্বদেব রায়, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, ভেটেরিনারি সার্জন জহুরুল ইসলাম প্রমূখ। প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস, মুরগীর ২৯টি ষ্টল স্থান পায়।