ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মেডিকেল অফিসার এমও (ডিসি) ডা. আবুল আলা, হেল্থ ইনস্পেকটর বেলাল হোসেন, সেনেটারী ইনস্পেকটর আল আমিন রহমান প্রমূখ।
আগামী ৫ থেকে ১৯ জুন ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ওয়ার্ডের ২৪০টি ইপিআই আউটরীচ সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে সপ্তাহে ৪দিন এ কার্যক্রম চলবে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫হাজার ২শত শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ৪০হাজার ৮শত শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।