জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সাফ নারী চাম্পিয়নশিপ বিজয়ী ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যা সোহাগী কিসকু ও সপ্না রাণীকে সংবর্ধনা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন,জেলা প্রশাসক মাহবুবুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক হোসেন কুরাইশী, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম,জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ আরো অনেকে।

এ সময় সাফজয়ী স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে জেলা প্রশাসেনর পক্ষে তাদের দুজনকে পৃথকভাবে ৫০ হাজার টাকার চেক ও জেলা ক্রিয়া সংস্থার পক্ষে ২৫ হাজার করে এবং ঠাকুরগাঁও সদর পৌর সভার পক্ষে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।