টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে বুধবার দুপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। দুপুর ১২টার দিকে ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), সংগ্রাম আলীর শিশু মেয়ে জান্নাতি (১)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলষ্টেশনগামী একটি ট্রেন ভুঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পার হবার সময় একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছেন আরো ৩ জন। অটোরিকশাটি ভুঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল।