বগুড়া অফিস : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি আমাদের গর্ব, আমাদের সাহস। আজ সবখানেই পরিবর্তনের ছোঁয়া। গ্রাম-শহর সব জায়গায় উন্নয়ন হচ্ছে। উন্নয়নের জন্য প্রয়োজন আর্থিক সক্ষমতা, আর সেই সক্ষমতা আসবে রাজস্ব থেকে। উন্নত দেশ গঠনের লক্ষ্যে কর প্রদানে সক্ষমদের কর দিতে হবে। একই সাথে ট্যাক্স-ভ্যাট প্রদানে ভীতি দূর করার আহবান জানান তিনি।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

কর অঞ্চল বগুড়ার আয়োজনে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নীতি) মাসুদ সাদিক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) আলমগীর হোসেন, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি। এ সময় টিএমএসএস নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম, বিশিষ্ঠ ব্যবসায়ী আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, আবুল কালাম আজাদ, সাইরুল ইসলাম, আব্দুল হামিদসহ কর অঞ্চল বগুড়ার কর্মকর্তা ও করদাতাগনণউপস্থিত ছিলেন।