খোলাবার্তা২৪ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামীকাল রোববার ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন- দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা।

টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। আর ম্যাচ রেফারি থাকবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।