খোলাবার্তা২৪ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে সরাসরি খেলা আট দলের ওয়ার্ম-আপ ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে।
আজকের চার ম্যাচে মাঠে নামছে সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটি দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।
একই সময়ে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আরেকটি ওয়ার্ম-আপ ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় দুপুর ২টায় ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাট-বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এদিন একই সময়ে ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে ওয়ার্ম-আপ খেলবে। আর অন্য ছয়টি দল ২টি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদে অন্য ছয়টি দলের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচ হবে ১৯ অক্টোবর। ওই দিন লড়বে পাকিস্তান-আফগানিস্তান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও ভারত-নিউজিল্যান্ড।
সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি (বাংলাদেশ সময়) :
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)