খোলাবার্তা২৪ ডেস্ক : এশিয়া কাপের প্রথম পর্ব খেলে দেশে ফেরার এক দিন পরেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

রোববার ৪ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তিনি।

এশিয়া কাপে মুশফিকুর রহিমের ব্যাটে রান আসেনি। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। সঙ্গে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ক্যাচ মিস, ক্যাচ নিয়েও রিভিউ না নিতে পারার ব্যর্থতা সমালোচনার পাল্লাকে আরো ভারি করেছে।

অবসরের ঘোষণা দেয়া ফেসবুকের এক স্টাটাসে তিনি লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।’

তবে ঘরোয়া টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরো জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

মুশফিক ১০২টি টে-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ও ওডিআইয়ের মতো ভালো পরিসংখ্যান নেই তার এই ফরম্যাটে। ১৯.৭৮ গড়ে ৭২ স্ট্রাইকরেটে ১৫০০ রান করেছেন তিনি। এতে অর্ধশতক রয়েছে ৬টি।