গতকাল টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র ঠেঙ্গামারা বগুড়ায় স্কুলের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান
বগুড়া অফিস : টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল রোববার অন লাইন জুমের মাধ্যমে যুক্ত হয়ে স্কুলের ভিত্তিফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এসব বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই সরকারের একমাত্র উদ্দেশ্য।
টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সভাপতি আলহ্জ্বা মোঃ আব্দুর রহমান পীর এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, উপদেস্টা মোঃ ইজার উদ্দিন, পরামর্শক মোঃ নূরুল ইসলাম, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের নৃত্য প্রশিক্ষক সাঈদ যুবায়ের পিনু। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ সারোয়ার বারী, টিএমএসএস আলিম মাদ্রাসার সুপার মোঃ মাসুদুর রহমান, প্রভাষক মোঃ আবদুল্লাহ হোসাইন।