গাজীপুর মহানগর প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

রোববার সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী ট্রাক টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

শেষে সংক্ষিপ্ত সমাবেশে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী আব্দুর রশিদ বক্তৃতায় বলেন, করোনাকালে লকডাউনে আমরা পরিবহন শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছি।

সরকারের কাছে আমাদের দাবী, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করতে হবে, সরকারিভাবে অনুদান ও খাদ্য সহায়তা দিতে হবে, পরিবহন শ্রমিকদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে।

তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্যপরিবহন চালু করে পরিবহণ শ্রমিকদের বাঁচার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুদু মিয়া, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমসহ গণপরিবহন ও পণ্যপরিবহণের শ্রমিক নেতারা।