ডুবে যাওয়ার আগ মুহুর্তে থাই নৌ বাহিনীর জাহাজ

খোলাবার্তা২৪ ডেস্ক : থাইল্যান্ড নৌবাহিনীর এক যুদ্ধ জাহাজ ‘এইচটিএমএস সুকোথাই’ সাগরে ডুবে গেছে। জাহাজটিতে শতাধিক নাবিক ছিল। রোববার রাতে ঝড়ের সময় জাহাজটির বৈদ্যুতিক সংযোগের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ে। তারপরই জাহাজটি ডুবে যায়। ঝড়ের সময় ঐ যুদ্ধ জাহাজটি সাগরে টহল দিচ্ছিল।

থাই নৌ বাহিনীর জন্য এই জাহাজটি ১৯৮০’র দশকে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়।

সোমবার থাই কর্তৃপক্ষ জানায়, তারা এখন পর্যন্ত বিক্ষুব্ধ সাগর থেকে ৭৫ জন নাবিককে উদ্ধার করেছে। এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে।

থাই নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, প্রায় ১২ ঘণ্টা কেটে গেছে, কিন্তু আমরা এখনও তাদের খুঁজবো।

উদ্ধার-কর্মীরা সারারাত ধরে নিখোঁজ নাবিক এবং নৌ সেনাদের খোঁজ করেছে। বিমান বাহিনীর সাহায্য নিয়ে সোমবারও এই উদ্ধারকাজ চলছে। থাই নৌবাহিনী জানিয়েছে, কেন জাহাজটি ডুবলো তা তদন্ত করা হবে।

নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল পুকরং মোনথার্ডপালিন বিবিসিকে বলেন, আমাদের নৌবাহিনীর ইতিহাসে এমন দুর্ঘটনা ঘটেনি। বিশেষ করে এমন একটি জাহাজ ডুবেছে যেটি পুরোপুরি সক্রিয় ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ের সময় জাহাজের খোলের ভেতর প্রচুর পানি ঢুকে বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার কারণে সেটি ডুবে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে নাবিকরা বহু চেষ্টা করেও সেটিকে ভাসিয়ে রাখতে পারেনি। রোববার রাত সাড়ে এগারোটার দিকে জাহাজটি ডুবে যায়।

জরুরী বার্তা পেয়ে উদ্ধারের জন্য হেলিকপ্টার ছাড়াও নৌবাহিনীর তিনটি জাহাজ পাঠানো হয়, কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার আগে একটি মাত্র ফ্রিগেট সেখানে পৌঁছুতে পেরেছিল।

ওই ফ্রিগেটটিই সুকোথাই জাহাজের নাবিকদের উদ্ধার করে। উদ্ধারের সময় তারা লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসছিল। অনেকে রাবারের তৈরি ভেলায় ভাসছিল। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। – বিবিসি