এম. খলিলুর রহমান, ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে সনাতন হিন্দু ধর্মালম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সনাতন হিন্দু সম্প্রদায়ের এ উৎসবটি পালন উপলক্ষে সল্প পরিসরে উপজেলার কাংশা ইউনিয়নের চরনতলা বারোয়ারী ও নওকুচি কালী মন্দিরের পূজা মন্ডপে এ পূজার আয়োজন করা হয়।

ধর্মের রীতি অনুসারে প্রত্যেক বছরের ন্যায়, কৃষ্ণ পক্ষের মঙ্গলবারের এ দিনে জাঁকজমক ভাবে পূজা করতেন তারা। তবে এবছর করোনা ভাইরাস জনিত কারণে সরকারের নির্দেশে সল্প পরিসরে সনাতন হিন্দু ধর্মালম্বীরা ধর্মীও কালচারাল ধরে রাখতে কালী পূজার এ উৎসব পালন করেন তারা।

প্রত্যেক পূজা মন্ডব গুলুতে ১জন ধর্মীয় পুরোহিত রয়েছেন পূজা পরিচালনা করতে। এ ছাড়াও একজন করে দেবর্ষী রাখা হয়েছে পূজা মন্ডপে। পূজা শেষে ভোর সকালে পাঠা বলীদান কাজ টি সমাপন করতে গুরুত্বপূর্ণ এ ভূমিকা পালন করবেন তারা। এছড়াও পূজা মন্ডপ কমিটির পক্ষথেকে দায়িত্বপ্রাপ্ত পূজারী রয়েছেন পূজা মন্ডব গুলুতে।

ধর্মীয় পুরোহিত, দেবর্ষী ও পূজামন্ডপ কমিটির পূজারীরা,পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস করে কালী পূজার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তারা।

সকাল থেকে পূজা শেষ না হওয়া অব্দি পর্যন্ত বিভিন্ন পূজারী ও দেবী ভক্তবৃন্দরা পূজা মন্ডপে এসে, শ্রী শ্রী লক্ষী দেবী,শ্রী শ্রী নারায়ন দেব, শ্রী শ্রী বাস্তু দেব, শ্রী শ্রী কামাক্ষ্যা দেবী, শ্রী শ্রী শীতলা দেবী, শ্রী শ্রী মনসা দেবী ও মা কালীর পদ চরণে প্রণাম করেন তারা। দুপুরে ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. আনার উল্ল্যাহ আনোয়ার পূজা মন্ডব পরিদর্শন করেন।

এদিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান উপজেলার কাংশা ইউনিয়নের দু’টি পুজা মন্ডবে কালী পূজা হচ্ছে নিশ্চিত করেন।এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে পূজা সম্পন্ন করতে বলা হয়েছে।নিরাপত্তা দিতে থানা পুলিশের পক্ষথেকে পূজা মন্ডপ গুলুতে পুলিশ মোতায়ন করা হয়েছে।