সাইফুল ইসলাম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলহারী নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ভূঁইয়ার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রেজাউল করিম, নলকুড়া ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মজনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তিনি নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থাকা কালিন এলাকার সচেতন নাগরিক ও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আকরাম বাহিনীর সন্ত্রাসী সকল অপকর্মের প্রতিবাদ করতেন বলে জানান মজনু মিয়া।

এই আক্রোশে আকরাম বাহিনীর সদস্যগণ শত্রুতা পোষণ করে আসছিল।

পূর্ব শত্রুতার জের ধরে জান মালের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারা উৎপেতে থাকত।

গত ১৫ জানুয়ারী রবিবার বিকাল ৪ টার দিকে ভালুকা হালিম মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আকরাম বাহিনীর সদস্যরা দেখতে পায় এবং ভূয়া মুক্তিযোদ্ধার সন্তান বলে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। এমতাবস্থায় জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে অন্যত্র সড়ে যান মজনু মিয়া।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আকরাম বাহিনী কর্তৃক ফুলহারী নিবাসী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এর প্রতিবাদ জানানো হয়। একি সাথে হুমকি প্রদানকারী আকরাম বাহিনীর সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।