কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি আইনজীবি সমিতির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান রসুল ধারাবাহিকভাবে ১০ম বারের মত সভাপতি নির্বাচিত হচ্ছেন।
আগামী ২৬ জানুয়ারি ঝালকাঠি আইনজীবি সমিতির নির্বাচন। সভাপতিসহ ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইতিমধ্যেই ১৪টি পদে ১৪ জন একক প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদে মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান রসুল এবার ১০ম বারের মত একক প্রার্থী হিসেবে সভাপতি হচ্ছেন।
ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নে গবিন্দধবল গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ ঘরোনা পরিবারের সন্তান আব্দুল মান্নান রসুল ১৯৮৫ সালে ঝালকাঠি আইনজীবি সমিতিতে যোগদান করেন। ২০০৮ সালের পূর্বে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১০ বছর তিনি সভাপতি নির্বাচিত হয়ে আসছেন এবং একই সাথে পাবলিক প্রসিকিউটর (পিপি) এর দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলা কৃষকলীগের সভাপতি রয়েছেন।
এই নির্বাচনে ১৫টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক ১টি পদে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাওলাদার, আনোয়ার হোসেন মোল্লা, খান হাফিজুর রহমান ও বনি আমিন বাকলাই। আইনজীবি সমিতি তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও এই ৪জনই অনঢ় মনোভাবের কারণে সমঝোতা সফল হয়নি।
এ ছাড়া সহসভাপতি ২টি পদে মঞ্জুর হোসেন ও এমএ জলিল, যুগ্ম সম্পাদক ৪টি পদে তরিকুল ইসলাম খোকন, জাকারিয়া রহমান জিহাদ, কার্তিক চন্দ্র দত্ত মোঃ আল আমিন ফরাজী, অর্থ সম্পাদক ১টি পদে আঃ আলীম, সম্পাদক ভিজিলেন্স ১টি পদে মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক ১টি পদে সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি উপ-পরিষদ ১টি পদে মোজাম্মেল হোসেন ও নির্বাহী সদস্য ৩টি পদে গোলাম কিবরিয়া জন্টু সঞ্জিব কুমার বিশ্বাস ও সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশগ্রহন করছে। তবে, বিএনপি ও অন্যদল সমর্থিত আইনজীবিরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।