কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত নিজাম খন্দকারের ছেলে মোঃ নাজমুল খন্দকার (২৬), বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তরপুর গ্রামের মৃত হুমায়ুন কবির হাওলাদারের ছেলে মোঃ শাওন হাওলাদার (২০)।

ঝালকাঠি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মোঃ মাইনউদ্দিন জানান, এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।