ঝালকাঠির বাজারে আসা কৃত্রিমভাবে পাকানো আম। ছবি: প্রতিনিধি     

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির বাজারে রবিবার থেকে এ বছরের পাকা আম এসেছে। তবে এর দাম কেজি প্রতি ২০০ দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে প্রচন্ড তাপ বৃদ্ধি ও রমজান থাকায় অনেক রোজাদার মানুষ দাম বেশি হলেও এই দামে আম কিনেছে। তবে ১ম দিন এই আম কিনে কিছু ক্রেতা ঠকেছে।

কাঁচা আম কৃত্রিম ভাবে পাকিয়ে বাজারজাত করা হয়েছে। ভ্যানে করে আম বিক্রেতা সেলিম জানায়, সে বরিশাল থেকে অন্যদের মত কিছু আম কিনে এনেছে। তবে এই আমের কি জাত বলতে পারছে না।

বিষয়টি প্রশাসন স্তরে অভিযোগ পাওয়ার পরে ভ্রাম্যমান আদালত বাজার থেকে এই জাতীয় প্রায় ৬০ কেজি আম জব্দ করে প্রকাশ্যে পিশিয়ে নষ্ট করে ফেলেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি আহমেদ হাসান জানান, জব্দ করা আমগুলি ক্যামিক্যাল দিয়ে কৃত্রিম ভাবে পাকানো হয়েছে এবং ক্রেতাদের প্রতারণা করে বিক্রি হচ্ছিল। জব্দ করা আমের ভিতরে পাকা আমের স্বাদ ছিলনা এবং ভিতরের অংশ সাদা।