কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান পেয়েছেন ঝালকাঠির তিনজন অসচ্ছল সাংবাদিক।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন সাংবাদিকের হাতে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. কামাল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আককাস সিকদার উপস্থিত ছিলেন।

যারা অনুদান পেয়েছেন তাঁরা হলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি চ্যানেল আই ও জনকন্ঠ প্রতিনিধি মানিক রায়, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আব্দুর রহিম রেজা ও নলছিটি প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মিলনকান্তি দাস।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাংবাদিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেন।

গত প্রায় সাত বছর ধরে সরকার কয়েকশত অসচ্ছল, অসুস্থ, ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়ে আসছে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী মানবিক পদক্ষেপ।