ঝালকাঠিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী      

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর হাসপাতালে সভাকক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক দিনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সভাপতিত্বে এই সেমিনারে মুল বিষয়ের উপর মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান।

অন্যদের মধ্যে সদস্য হাসপাতালের আবাসিক চিকিৎসক জাফর আলী দেওয়ান, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইমাম হোসেন জুয়েল ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করেন।

সেমিনারে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স ও মাঠ পর্যায়ের কর্মীরাসহ ৫০ জন সেমিনারে অংশগ্রহণ করে। স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টরের অব নন কমিউনিক্যাবেল ডিজেস কন্টোল এর আয়োজন করেছে।