ঝালকাঠি সদর উপজেলার বালিকা বিভাগ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করছেন উপজেলা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি: প্রতিনিধি

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সদর উপজেলা পর্যায়ে শেষ হয়েছে।

শনিবার বেলা ১২টায় ফাইনাল খেলা কেওড়া ইউনিয়ন বাসন্ডা ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যম্পিয়ন হয়েছে। ইতোপূর্বে বালিকা বিভাগে কীর্ত্তিপাশা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। চ্যম্পিয়নদল জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

শনিবার বেলা সাড়ে ১২টায় প্রতিযোগীতার সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুননাহারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোবারক হোসেনসহ দর্শক ও খেলোয়ার শিক্ষক উস্থিত ছিলেন।