কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে করোনায় কর্মহীন, ক্ষতিগ্রস্ত ও অসহায় তিনশ অটো রিকশা চালক পেলেন ‘প্রধানমন্ত্রীর উপহার’।
জেলা প্রশাসনের উদ্যোগে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে’ চাল ডাল, আলু ও তেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী সার্কিট হাউস প্রাঙ্গণে সংশ্লিষ্টদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম এবং এনডিসি আহমেদ হাচানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অটোরিকশা শ্রমিক লীগ সভাপতি আবু সাঈদ খানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে বাস শ্রমিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।