কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝালকাঠিতে মঙ্গলবার (১ জুন ২০২১) জেলা প্রশাসনের উদ্যোগর ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী এতে সভাপতিত্ব করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সঞ্চালনায় সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুয়াল হাসান ও সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ আয়োজনে সহযোগিতা করে।