কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সদর উপজেলায় কীৃির্তপাশার আপ্তাব আলী (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবসস্থায় তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত ঝালকাঠির স্বাস্থ্য বিভাগ ৫৬৬১ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৩৪৭ জন পজেটিভ ও ৪১৬০ জনের নিগেটিভ রিপোর্ট এসেছে।
১২৮৯ জন সৃস্থ হয়েছেন ও বর্তমানে ২৮ জন হোম এবং ২ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালাকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।